Sukonna Fashion
@sukonna_fashion
3 years ago
যে কোনো ফ্যাশন অনুসরণ করার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে সেই ফ্যাশনের খুঁটিনাটি।

কোন পোশাক আপনাকে মানাবে, কোন পোশাকে আপনি আরামবোধ করবেন, তা কেবলমাত্র আপনিই ভালো বলতে পারবেন। তাই কোনো পোশাক ক্রয় করার আগে অবশ্যই সেটি আপনাকে মানায় কিনা তা পরখ করে দেখবেন।

নিজের শরীরের গড়ন অনুযায়ী বেছে নেয়া প্রয়োজন সঠিক লেন্থের জামাকাপড়। অতিরিক্ত আঁটসাঁট কিংবা অতিরিক্ত ঢিলেঢালা পোশাক কিনে পরার পর যদি আপনি আরামই না পান, তাহলে কিন্তু টাকা আর পছন্দের পোশাক দুটোই বৃথা যাবে।

আবার সব ধরণের মুখের সাথে সব হেয়ার কাটিং মানায় না। তাই নিজের মুখের অবয়বের সাথে যে ধরণের হেয়ার কাটিং বেশি মানানসই, সেভাবেই চুল কাটিয়ে নিতে হবে।

22 22

  

0

  

Tip