Mohi Fashion
@mohi_fasion
3 years ago
মেকআপের লুক আপনাকে করে তুলবে আরো বেশি ফ্যাশনেবলঃ
নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে সবসময় মেকআপ করা উচিত। এবং মেকআপ হতে হবে অবশ্যই সময় ও ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণও।

কোন ড্রেসের সাথে আপনি কী ধরণের মেকআপ করবেন, কিভাবে চুল বাঁধবেন তা অবশ্যই আপনার ফ্যাশনেবল লুকের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।

তবে দিনের বেলায় হালকা মেকআপ করলেও রাতের বেলায় গাঢ় মেকআপ আপনার ফ্যাশনেবল লুককে করে তুলবে অনন্যময়।

তো এই থেকে আমরা আজ জেনে নিলাম, কিভাবে মেয়েরা নিজেদের ফ্যাশনেবল করে তুলতে পারে।

মনে রাখতে হবে, ফ্যাশন শুধু মানুষকে দেখানোর জন্যই না, বরং নিজস্ব বৈচিত্র ও স্বকীয়তাকে তুলে ধরার জন্যও বটে!

18 18

  

0

  

Tip