বঙ্গনারীর অঙ্গশোভা শাড়ি হলো সবার সেরা। আপনার অঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো ইতিহাস, সংস্কৃতি ও শিল্প, শাড়িকে এভাবে ব্যাখ্যা করলে বোধ হয় খুব একটা ভুল হবে না! যুগ পাল্টেছে, মহিলারা পাল্টেছেন, কিন্তু শাড়ি ঠিক তার নিজ মহিমায় উজ্জ্বল হয়ে এখনও আমাদের আলমারি আলো করছে।শোভা পাচ্ছে নারীর অঙ্গে।
![](http://5.39.90.99/storage/uploads/files/61f8dbbc472c3.jpg)