Rajib Ahsan
@rajib_ahsan
3 years ago
ওয়েবসাইট কি? ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে?

ওয়েবসাইট: ওয়েবসাইট হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট (টেক্সট, ছবি, অডিও, ভিডিও) এর সমন্বয়ে গঠিত হওয়া এক বা একাধিক ওয়েবপেজের সম্মিলিত একটি রূপ যা একটি নির্দিষ্ট ডোমেইন নামের মাধ্যমে নির্দেশিত হয় এবং অন্তত একটি ওয়েব সার্ভার (হোস্টিং) এর মাধ্যমে প্রকাশিত হয়।
ওয়েবসাইটের ওয়েবপেজ গুলো ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখে গঠন করা হয়।উদাহরণ স্বরূপঃ facebook.com একটি ওয়েবসাইট

ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগে:

ওয়েবসাইটকে একটি বাড়ীর সঙ্গে তুলনা করা যেতে পারে। একটি বাড়ী তৈরি করতে যেমন একটি ঠিকানা লাগে, জমি লাগে, প্লানিং এবং আর্কিটেকচারাল ডিজাইন লাগে, ইট, কাঠ, বালু, রড, সিমেন্ট, রঙ ইত্যাদি লাগে, তেমনি একটি ওয়েবসাইট তৈরি করতেও বেশ কিছু উপাদান লাগে। ওয়েবসাইট তৈরির মূল যে উপাদান লাগে তা হচ্ছেঃ

১। ডোমেইন
২। ওয়েব হোস্টিং
৩। প্লানিং/ডিজাইন
৪। কন্টেন্ট
৫। ডেভেলপমেন্ট

এই প্রতিটি উপাদান নিয়ে সামনের কয়েক পর্বে সংক্ষিপ্ত এবং বিস্তারিত উভয় আলোচনা হবে।

এছড়াও আরও কিছু ইন্ট্রিগ্রিটেড জিনিস দরকার পড়ে এটি পরিচালনার জন্য, সেগুলো সম্পর্কে আমরা সামনের পর্ব গুলোতে জানবো।

এবার প্রশ্নঃ ওয়েবসাইট দিয়ে কি কি করা যেতে পারে? আপনার চিন্তায় যা আসে সেটি কমেন্ট বক্সে লিখে জানান।

12 12

  

0

  

Tip