Rajib Ahsan
@rajib_ahsan
3 years ago
ডোমেইন কিনতে কত টাকা লাগবে?

বর্তমানে আপনি যদি একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরী করতে চান তখন আপনি একটি. COM ডোমেইন নিলেই সবচেয়ে ভাল হয় প্রথমত. Com ডোমেইন ৮০০ থেকে ১০০০ টাকা ভিতরে পেয়ে যাবেন। একটি কথা বলে রাখা ভাল যে ডোমেইন প্রতি বছর পর পর টাকা দিয়ে ডোমেইন রিনিউ করতে হয়।

কিছু কিছু প্রভাইডর আছে যারা প্রথমে ২০০ থেকে ৪০০ টাকার ভিতরে ডোমেইন দিবে কিন্তু এক বছর পর সেই ডোমেইন কে রিনিউ করার জন্য ৮০০ থেকে ১০০০ টাকা পে করতে হবে। আপনি যদি ডোমেইন ক্রয় করতে চান অবশ্যই উপরিক্ত প্রভাইডর কম্পানি গুলো থেকে ডোমেইন কিনবেন এবং আপনার সাইটি সেইফ থাকে।

6 6

  

0

  

Tip